Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন, মালদা থেকে হাওড়া–গুয়াহাটি রুটে ঐতিহাসিক যাত্রা



কলকাতা -: দেশের রেল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তিনি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মালদা টাউন রেলস্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে তিনি হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু করান। উদ্বোধনের দিন ট্রেনটি মালদা থেকে অসমের কামাখ্যার উদ্দেশে রওনা দেয়, যদিও নিয়মিতভাবে এই ট্রেনটির চলাচল হবে হাওড়া স্টেশন থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ট্রেনের বিভিন্ন কোচ পরিদর্শন করেন এবং লোকো পাইলট ও ট্রেনের কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ট্রেনে উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী এই ট্রেনকে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এই অত্যাধুনিক ট্রেন যাত্রীদের জন্য সাশ্রয়ী, আরামদায়ক ও দ্রুতগতির ভ্রমণের অভিজ্ঞতা দেবে।

আধুনিক সাজসজ্জায় নির্মিত এই স্লিপার বন্দে ভারত ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীদের অন্তত ছয় ঘণ্টা সময় সাশ্রয় হবে বলে রেল সূত্রে জানা গেছে। উদ্বোধনের দিন মালদা টাউন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি মোট সাতটি স্টেশনে দাঁড়ায়। সেগুলি হল— আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙাইগাঁও এবং রঙ্গিয়া।

রেলওয়ে আধিকারিকদের মতে, দীর্ঘ দূরত্বের রাত্রিকালীন যাত্রার কথা মাথায় রেখেই এই স্লিপার ট্রেনটির নকশা করা হয়েছে। এতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক সুযোগ-সুবিধা এবং আরামদায়ক স্লিপার কোচের ব্যবস্থা রয়েছে। নির্বাচনী আবহে এই ট্রেনকে পশ্চিমবঙ্গের জন্য একটি বিশেষ উপহার হিসেবেও দেখা হচ্ছে।

এই নতুন পরিষেবা চালু হওয়ার ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন, মালদা থেকে হাওড়া–গুয়াহাটি রুটে ঐতিহাসিক যাত্রা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন, মালদা থেকে হাওড়া–গুয়াহাটি রুটে ঐতিহাসিক যাত্রা Reviewed by Social Tribal News Journalist on January 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.