দক্ষিণ দিনাজপুর -: হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল এক বিরল বন্যপ্রাণী—ভাম বেড়াল (ইংরেজিতে Civet Cat)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার চকভৃগু এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে। বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকার এক বাসিন্দা প্রথমে প্রাণীটিকে শিয়াল ভেবে উদ্ধার করেন।
প্রচণ্ড শীতের কারণে বন্যপ্রাণীটি জড়োসড়ো হয়ে পড়েছিল। তবে শনিবার সকালে স্থানীয়রা বুঝতে পারেন, এটি শিয়াল নয়, অন্য প্রজাতির একটি বিরল বন্যপ্রাণী। এরপর প্রাণীটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে সেটি একাধিকবার কামড় দেয়। এতে একজন ব্যক্তি আহত হন এবং তাকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই বনদপ্তর ও একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা ভাম বেড়ালটিকে উদ্ধার করে বালুরঘাট বনদপ্তরে নিয়ে যান।
বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে ভাম বেড়ালটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাকে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। বন আধিকারিকদের অনুমান, অন্যান্য বন্যপ্রাণীর ধাওয়া খেয়েই সম্ভবত প্রাণীটি লোকালয়ে ঢুকে পড়েছিল।
হঠাৎ এই ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও, উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। বিরল এই ভাম বেড়ালকে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড়ও জমে যায়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 11, 2026
Rating:


No comments: