বাঁকুড়া -: এসআইআর (Special Intensive Revision)-এর নামে সাধারণ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে বাঁকুড়া এসডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবাজী ব্যানার্জীর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের বহু নেতা-কর্মী।
বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবাজী ব্যানার্জী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ফর্ম ৭ ও ফর্ম ৮ জমা দেওয়ার শেষ তারিখ হিসেবে প্রথমে ১৫ তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু হঠাৎ করেই বিজেপির কথায় সেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে তাঁর দাবি।
তাঁর অভিযোগ, কোনও সর্বদলীয় বৈঠক না করেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য বিজেপিকে ভোটে সুবিধা করে দেওয়া। পাশাপাশি পরিকল্পিতভাবে তৃণমূল সমর্থক ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেও তিনি দাবি করেন।
এই ঘটনার প্রতিবাদেই এদিন বাঁকুড়া এসডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:

No comments: