বুদবুদ :- এসআইআর (SIR) শুনানির নামে খেটে খাওয়া সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে—এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকেই গলসি ১ নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। বিক্ষোভের জেরে বিডিও অফিসের প্রধান ফটক বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ, সামান্য ভুলভ্রান্তির কারণে দিন আনা দিন খাওয়া মানুষদের ভোররাত থেকেই লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ফলে কাজে যেতে না পেরে চরম সমস্যায় পড়ছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষজন। এর প্রতিবাদে এদিন সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা।
বিক্ষোভের প্রভাব পড়ে যান চলাচলেও। বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভের জেরে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে বুদবুদ–মানকর রোড। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী।
বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু অভিযোগ করে বলেন,
“যারা দিনমজুরের কাজ করেন, দিনে ১০০–১৫০ টাকা মজুরি পান, তাঁদের ভোর তিনটে থেকে লাইনে দাঁড় করানো হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে শুনানির জন্য ডাকা হচ্ছে। নির্বাচন কমিশন কেন বুথে বুথে শুনানির ব্যবস্থা করছে না? শুনানির নামে পরিকল্পিতভাবে নাম কাটার চক্রান্ত চলছে।”
তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে।
অন্যদিকে বিজেপি নেতা রমন শর্মা তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন,
“সরকারি সহায়তা কেন্দ্রের নামে তৃণমূলের কর্মীরা বসে টোকেন দিচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি। শাসকের আইনের শাসন চলছে। নির্বাচন কমিশনের দপ্তর কোথায়, তৃণমূল নেতৃত্ব ভালোভাবেই জানে। সেখানে না গিয়ে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তৃণমূলের সংস্কৃতি।”
দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কর্মীরা এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:

No comments: