আসানসোল -: ফর্ম–৭ জমাকে কেন্দ্র করে আসানসোলে রাজনৈতিক টানাপোড়েন চরম আকার ধারণ করল। এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন আসানসোলের এসডিও অফিস চত্বরে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে অভিযোগ–প্রত্যারোপ, ধস্তাধস্তি ও মারধরের অভিযোগে গোটা এলাকা উত্তেজনায় ভরে ওঠে।
এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আসানসোলের ভগৎ সিং মোড়ে ব্যাপক পথ অবরোধ করা হয়। বিজেপি নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও পুলিশের বিরুদ্ধে তীব্র স্লোগানবাজি শুরু করেন। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
অবরোধস্থলে উপস্থিত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করে বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা ফর্ম–৭ জমা দিতে এসেছিলাম। কিন্তু আমাদের বাধা দেওয়া হয়, ফর্ম পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ শাসক দলের মতো আচরণ করছে।”
তিনি আরও দাবি করেন, “এই ঘটনায় আমাদের দলের দুইজন কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ না তাদের মুক্তি দেওয়া হবে, ততক্ষণ এই পথ অবরোধ ও প্রতিবাদ চলবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর হলেও রাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:


No comments: