বীরভূম -: বীরভূম জেলার মল্লারপুর ব্লকের গনপুর এলাকায় রাস্তার দাবিতে পথ অবরোধে নামলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গনপুর থেকে চোবাট্টা যাওয়ার কোনও পাকা ও বড় রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরেই চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত অফিস থেকে রাস্তার কাজের আশ্বাস মিললেও এখনও পর্যন্ত শুরু হয়নি নির্মাণকাজ।
গ্রামবাসীদের অভিযোগ, ফরেস্ট রেঞ্জার অফিসারের হস্তক্ষেপে গনপুর থেকে চোবাট্টা যাওয়ার রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে চোবাট্টা, বেলেজোড়া, দুধেকাদর, কাটাপাহাড়ি সহ আশপাশের চার-পাঁচটি গ্রামের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের দাবি, এই গ্রামগুলিতে ছোট-বড় কোনও গাড়িই যাতায়াত করতে পারে না। এমনকি আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শুক্রবার গনপুরে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
অবরোধ চলাকালীন রাস্তার উপর ধামসা-মাদল নিয়ে বসে পড়েন আদিবাসী মহিলারা। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, যতক্ষণ না ফরেস্ট রেঞ্জার অফিসার ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে আলোচনা করছেন, ততক্ষণ অবরোধ চলবে।
দীর্ঘ সময় ধরে চলা এই পথ অবরোধের ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যার জেরে ছোট থেকে বড় পণ্যবাহী গাড়ি সহ বহু যানবাহন আটকে পড়ে, চরম ভোগান্তির শিকার হন পথচারী ও যাত্রীরা।
Reviewed by Social Tribal News Journalist
on
January 16, 2026
Rating:


No comments: