Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মকর সংক্রান্তির আগেই গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, কাপিলমুনি আশ্রম সংলগ্ন এলাকায় আতঙ্ক

 


গঙ্গাসাগর -: মকর সংক্রান্তির পবিত্র স্নানের আগেই গঙ্গাসাগর মেলায় বড়সড় দুর্ঘটনার ছবি সামনে এল। মেলা শুরুর সঙ্গে সঙ্গেই শুক্রবার ভোরে কাপিলমুনি আশ্রম সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল আনুমানিক পাঁচটা নাগাদ আশ্রমের পাশে ২ নম্বর রোডের ধারে তৈরি অস্থায়ী হোগলা ছাউনি থেকে আচমকাই আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়।

কয়েক মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলায় গোটা এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। সেই সময়ই একটি ছাউনিতে আগুন লাগে। শুকনো হোগলা পাতায় তৈরি ছাউনিগুলি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং একের পর এক একাধিক ছাউনি আগুনের কবলে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় মানুষজন বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকল বিভাগ ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন।

এই মুহূর্তে ঠিক কতগুলি ছাউনি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা রান্নার চুলা থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে মেলা শুরুর আগেই এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানানো হয়েছে।

মকর সংক্রান্তির আগেই গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, কাপিলমুনি আশ্রম সংলগ্ন এলাকায় আতঙ্ক মকর সংক্রান্তির আগেই গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, কাপিলমুনি আশ্রম সংলগ্ন এলাকায় আতঙ্ক Reviewed by Social Tribal News Journalist on January 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.