রানীগঞ্জ -: পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রজির পবিত্র ১৩৮তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার কয়লাখনি অঞ্চল অন্তর্গত রানীগঞ্জের রাজবাড়ি ময়দানে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মহাসমারোহে অনুষ্ঠিত হলো ‘প্রিয়বোধি মহোৎসব (প্রথম বর্ষ)’। স্থানীয় ও সমগ্র কয়লাখনি এলাকার সত্সঙ্গী বৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহোৎসব সারাদিনব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা ও উৎসাহের আবহে সম্পন্ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মহোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না; বরং মানবতা, সৌহার্দ্য, ঐক্য ও শাশ্বত সত্যের অনুসন্ধানে এক মহৎ সামাজিক মিলনক্ষেত্র হিসেবে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে। শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রজির জীবনদর্শন, আদর্শ ও মানবকল্যাণমূলক বাণী সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের অমৃতময় আশীর্বাদ ও পরমপূজ্যপাদ শ্রীশ্রী অবিনদাদার অনুপ্রেরণায় অনুষ্ঠিত এই মহোৎসবে সত্সঙ্গ, ভাবগম্ভীর প্রবচন, ভজন-কীর্তন এবং নানা অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ভক্ত ও শ্রদ্ধালুরা গভীর আধ্যাত্মিক অনুভবে আপ্লুত হয়ে ওঠেন।
মহোৎসব কমিটির পক্ষ থেকে সকল নাগরিকের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়—জাতি, ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে এই পবিত্র উপলক্ষে অংশগ্রহণ করে শাশ্বত সত্যের সন্ধানে একত্রিত হওয়ার জন্য।
বক্তব্যে তুলে ধরা হয়—
“মানুষ যখন আচার্য-অনুরাগে উদ্বুদ্ধ হয়ে কর্মে প্রবৃত্ত হয়, তখন সেই কর্মই স্বর্ণফল দান করে। আচার্যের নির্দেশিত পথে চলাই প্রকৃত সাধনা।”
আরও বলা হয়, “মন যখন একাগ্র হয়, তখন শুধু নিজের নয়—অসংখ্য মানুষের জীবন থেকেও অন্ধকার দূর করার শক্তি জন্ম নেয়।”
‘বন্দে পুরুষোত্তমম্’—এই মহামন্ত্রকে মূল বার্তা হিসেবে ধারণ করে এই প্রিয়বোধি মহোৎসব রানীগঞ্জের পাশাপাশি সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় আধ্যাত্মিক চেতনা ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পরিষদ সদস্য দিব্যেন্দু ভগত, অনুরাধা মালিয়া সরাফ, ডা. হেমন্ত রায়, সহ সমগ্র কয়লাখনি এলাকার সত্সঙ্গী বৃন্দ। এছাড়াও বীন্দ্রা কমিটির সভাপতি ডা. সুপ্রিয় গোপ, সম্পাদক উৎপল মাঝি, ভগবত দাস, অমর দে, আশিস ঘোষ, কার্তিক মজুমদার, অনিল কুমার মণ্ডল, খোকা রঞ্জন দে, কলকাতা হাই কোর্টের আইনজীবী স্বপ্নীল মুখার্জি, শান্তনু নাগ সহ বিপুল সংখ্যক ভক্ত ও শ্রদ্ধালুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 11, 2026
Rating:


No comments: