রানিগঞ্জ -: রানিগঞ্জের সামাজিক সংগঠন আভ্যা ফাউন্ডেশন (একটি স্বেচ্ছাসেবী সংস্থা)-এর উদ্যোগে রাজবাড়ি এলাকার সিয়ারসোল বেসিক জুনিয়র স্কুলে শিশুদের জন্য একটি প্রশংসনীয় কর্মসূচি ‘আভ্যা কি পাঠশালা’ অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
অনুষ্ঠান চলাকালীন সকল শিশুদের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ছয়টি দলে ভাগ করে একটি ড্রয়িং প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্সের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলিকে উপহার ও পদক প্রদান করে সম্মানিত করা হয়।
এই উপলক্ষে শিশুদের সামনে শিক্ষা সশক্তিকরণ (Education Empowerment)-এর গুরুত্ব তুলে ধরা হয় এবং শিক্ষা কেন জীবনে অপরিহার্য, সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের পাশাপাশি আভ্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদেরও সম্মান জানানো হয়।
এই কর্মসূচিতে আভ্যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিতোষ শেখর সিং-সহ সংস্থার সদস্য রিচিক নন্দী, স্বপ্নময় মহান্তা, সৌমেন, প্রিন্স, অভিনব, কল্যাণ, শুভ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে সফল করে তুলতে সকল সদস্যেরই বিশেষ অবদান ছিল।
Reviewed by Social Tribal News Journalist
on
January 20, 2026
Rating:

No comments: