Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আদিবাসী সংস্কৃতির রঙে তিন দিনের মুকুটমণিপুর মেলা শুরু, উদ্বোধনের দিনেই ভিড় কম ঘিরে প্রশ্ন




মুকুটমণিপুর -: আজ শুক্রবার থেকে শুরু হল তিন দিনের মুকুটমণিপুর মেলা। খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মুকুটমণিপুর পুলিশ ফাঁড়ি মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আদিবাসী সংস্কৃতি ও লোকসংস্কৃতিকে তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। তিন দিন ধরে চলা এই মেলায় আদিবাসী শিল্পীদের দলগত ও একক নৃত্য প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে শনিবার সকালে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে অনুষ্ঠিত হবে স্থানীয় নৌচালকদের অংশগ্রহণে ‘নৌকা বাইচ ও নৌকা সজ্জা প্রতিযোগিতা’। এছাড়াও মেলায় রয়েছে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন খাবারের স্টল এবং জেলার নানা হস্তশিল্প সামগ্রীর স্টল।

জেলা ছাড়াও রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মুকুটমণিপুরে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। পর্যটন মরশুমে এই মেলার আয়োজন পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই।

তবে মেলার উদ্বোধনের প্রথম দিনেই দেখা গেল ভিন্ন চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মঞ্চের সামনে অধিকাংশ চেয়ারই ফাঁকা ছিল। দর্শকাসনেও তেমন ভিড় চোখে পড়েনি। স্থানীয় একটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের এনে অনুষ্ঠানে বসানো হয়। পর্যটকদের মধ্যেও মেলা নিয়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফলে স্থানীয়দের একাংশের দাবি, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে আয়োজিত এই মেলা কার্যত অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।

অন্যদিকে, পর্যটক ও স্থানীয়দের আরেক অংশের মত, প্রতিবছর মুকুটমণিপুর মেলার তারিখ পরিবর্তন হওয়ায় ঠিকমতো প্রচার হয় না। অনেকেই আগে থেকে মেলার খবর জানতে পারেন না, যার ফলেই প্রথম দিনে ভিড় কম হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, “প্রতিবছর এখানে প্রচুর পর্যটক আসেন। বিশেষ করে আদিবাসী সংস্কৃতির অনুষ্ঠান পর্যটকদের আকর্ষণ করে। চলতি বছর বিধানসভা ভোটের বছর হওয়ায় প্রশাসনের আধিকারিকরা নানা কাজে ব্যস্ত। পাশাপাশি শনিবার শালতোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা থাকায় কিছুটা প্রভাব পড়েছে। প্রতিবছরের গ্রিন ম্যারাথনও এবছর পরে আয়োজন করা হবে।

খাতড়ার মহকুমা শাসক শুভ মোর্য জানান, “চলতি বছরে মেলার তারিখ গত বছরের তুলনায় কিছুটা এগিয়ে আনা হয়েছে। আজ উদ্বোধন হল। আগামী দিনগুলোতে মুকুটমণিপুরে পর্যটকদের ভিড় বাড়বে বলে আমরা আশাবাদী। এলাকার মানুষ এই মেলার মাধ্যমে আনন্দ উপভোগ করবেন।

আদিবাসী সংস্কৃতির রঙে তিন দিনের মুকুটমণিপুর মেলা শুরু, উদ্বোধনের দিনেই ভিড় কম ঘিরে প্রশ্ন আদিবাসী সংস্কৃতির রঙে তিন দিনের মুকুটমণিপুর মেলা শুরু, উদ্বোধনের দিনেই ভিড় কম ঘিরে প্রশ্ন Reviewed by Social Tribal News Journalist on January 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.