পাণ্ডবেশ্বর -: পাণ্ডবেশ্বর বিধানসভার রামনগর তিন নম্বর মোড় থেকে কেন্দ্রা হাটতলা পর্যন্ত বুধবার এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মিছিলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
মিছিলটি কেন্দ্রা হাটতলায় পৌঁছানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেন, কয়েকদিন আগে কেন্দ্রা অঞ্চলের রামনগরে বিজেপির একটি পথসভা কর্মসূচির পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা একাধিক বিজেপি কর্মীর উপর হামলা চালায়। সেই ঘটনার প্রতিবাদেই এদিনের বিক্ষোভ মিছিল বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে কটাক্ষের সুরে জিতেন্দ্র তেওয়ারি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি আবার পাণ্ডবেশ্বরে তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে মানুষ আর নারায়ণ পুজো করতে পারবে না, বাড়িতে নরেন পুজো করতে হবে।” বিজেপি নেতার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়।
এদিকে বিজেপি নেতার অভিযোগ ও মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। কেন্দ্রা অঞ্চলের তৃণমূল সভাপতি যমুনা ধীবর বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, বিজেপি কর্মীদের উপর মারধরের যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনও সত্যতা নেই।
যমুনা ধীবর বলেন, “তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন মানুষের পাশে থাকে। অথচ বিজেপি নেতাদের সারা বছর এলাকায় দেখা যায় না। শুধুমাত্র ভোট এলেই তারা বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করে।”
তিনি আরও দাবি করেন, যত প্রচারই হোক না কেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার দায়িত্ব নেবেন। পাশাপাশি কেন্দ্রা অঞ্চল থেকে বিপুল লিড দিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:

No comments: