কলকাতা -: চলতি বছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার আনুষ্ঠানিকভাবে দলের নতুন রাজ্য কমিটির ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচনী কৌশলের দিক থেকে এই কমিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় নেতৃত্বের মতে, শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মাধ্যমে কর্মীদের একজোট করে নির্বাচনী ময়দানে আরও কার্যকরভাবে লড়াই করা সম্ভব হবে। বিজেপির তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবীণ নেতা শমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে রাজ্য সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় সিং, রাজু বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ টিগ্গা, নিশীথ প্রামাণিক, তাপস রায়, অমিতাভ রায়, তনুজা চক্রবর্তী এবং প্রভাল রাহা।
সংগঠনের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল করতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খান, বাপি গোস্বামী এবং শশী অগ্নিহোত্রী। পাশাপাশি সংগঠন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে একাধিক রাজ্য সম্পাদক নিয়োগ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন শঙ্কর ঘোষ, দীপাঞ্জন গুহ, সোনালি মুর্মু, মনোজ পাণ্ডে, অমলন ভাদুড়ী, মহাদেব সরকার, শাখারব সরকার, সিন্টু সেনাপতি, সরবরী মুখোপাধ্যায়, মোহন শর্মা, বিবা মজুমদার এবং সঞ্জয় বর্মা।
দলের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব সামলাতে কোষাধ্যক্ষ হিসেবে আকাশ বাপটকে নিযুক্ত করা হয়েছে। যৌথ কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন প্রবীণ আগরওয়াল ও বিদ্যাসাগর। দলীয় দফতরের কাজকর্ম দেখভালের জন্য প্রণয় রায়কে অফিস সেক্রেটারি এবং প্রত্যুষ মণ্ডলকে যৌথ অফিস সেক্রেটারি করা হয়েছে।
বিজেপি সূত্রে খবর, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আরএসএস পটভূমি থাকা একাধিক নেতাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দলের মূল লক্ষ্য বুথ স্তর পর্যন্ত সংগঠনকে মজবুত করা, কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করা এবং ভোটের আগে জনসংযোগ আরও জোরদার করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে এই নতুন কমিটি নির্বাচনকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।
বিধানসভা ভোটের আগে সংগঠন মজবুত করতে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:

No comments: