দুর্গাপুর -: বেনাচিতির অন্নপূর্ণা নগর এলাকায় ঘটে যাওয়া এই চুরির ঘটনায় পুলিশ তিনজন প্রতিবেশীকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, সোনা-রুপোর অলংকার ও একাধিক চুরি যাওয়া সামগ্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক প্রেম কুমার ভার্মা গত বছরের ২৬ ডিসেম্বর নিজের বাড়িতে তালা দিয়ে বাইরে যান। চলতি বছরের ৩ জানুয়ারি বাড়ি ফিরে তিনি দেখেন, ঘরের আলমারি ভাঙা এবং সেখান থেকে প্রায় ২০ হাজার টাকা নগদ, সোনা-রুপোর গয়না ও কিছু বাসনপত্র উধাও।
ঘটনার পরই তিনি দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, স্থানীয় সূত্র থেকে তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বাড়িটি দীর্ঘদিন ফাঁকা থাকার বিষয়টি জানত ধৃত প্রতিবেশীরা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে তারা পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায়। জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার দ্রুত নিষ্পত্তিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের আদালতে পেশ করা হবে এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে ফাঁকা বাড়ির নিরাপত্তা নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 09, 2026
Rating:

No comments: