রানিগঞ্জ - টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মৈত্র আজ রানিগঞ্জ সফরে আসেন। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও এশিয়ান পেইন্টসের উদ্যোগে হার্ডওয়্যার শোরুমের ডিসপ্লে অ্যাওয়ার্ডের বিচারকার্য উপলক্ষে তিনি রানিগঞ্জের দুটি প্রতিষ্ঠানে পরিদর্শন করেন।
এদিন অভিনেত্রী রানিগঞ্জের তিলক রোড এলাকায় অবস্থিত সুভাষ হার্ডওয়্যার এবং এনএসবি রোড এলাকায় অবস্থিত বাসুকীনাথ এজেন্সি-তে যান। দুই প্রতিষ্ঠানের কর্তা ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান এবং কিছুটা সময় সেখানে কাটান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরসেনী মৈত্র জানান, কোম্পানির পক্ষ থেকে হার্ডওয়্যার শোরুমের ডিসপ্লে অ্যাওয়ার্ডের বিচার করার জন্যই তাঁর এই সফর। উভয় প্রতিষ্ঠানে গিয়ে তাঁর খুব ভালো লেগেছে বলেও তিনি জানান। পাশাপাশি উপস্থিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান অভিনেত্রী।
তিনি আরও বলেন, এই প্রথম তাঁর রানিগঞ্জে আসা এবং এখানে এসে তিনি ভীষণ ভালো অনুভব করছেন। রানিগঞ্জ সম্পর্কে তাঁর আগে থেকেই ধারণা ছিল। রানিগঞ্জ একটি কোলিয়ারি এলাকা হওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে বহু কারখানা রয়েছে এবং আজও বৃহৎ পরিসরে শিল্পায়ন চলছে। নতুন বছরে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও জীবনে উন্নতির কামনা করেন।
এদিন সুভাষ হার্ডওয়্যার-এর পক্ষ থেকে গোপাল খেড়িয়া অভিনেত্রীকে স্বাগত জানান। অন্যদিকে বাসুকীনাথ এজেন্সি-র পক্ষ থেকে পবন তোড়ি, মহেশ তোড়ি, লিজু তোড়ি ও মনু তোড়ির সঙ্গে সঙ্গে লায়ন্স ক্লাবের প্রাক্তন জেলা পাল অরুণ কুমার তোড়ি ফুলের তোড়া দিয়ে সৌরসেনী মৈত্রকে সম্মানিত করেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 06, 2026
Rating:

No comments: