আসানসোল সফরে এসে কেন্দ্রিয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংবাদিক সম্মেলন
আসানসোল -: বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার আসানসোল সফরে এসে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তোলেন।
সাংবাদিক সম্মেলনের শুরুতে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ বিজেপি সংগঠনে সাম্প্রতিক রদবদলের কথা উল্লেখ করে নবনিযুক্ত পদাধিকারীদের অভিনন্দন জানান। এরপর তিনি অভিযোগ করেন, বাঁকুড়ার তালডাঙা এলাকায় এক বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত থানায় এফআইআর দায়ের হয়নি।
এই প্রসঙ্গে তিনি বলেন, অবিলম্বে এফআইআর নথিভুক্ত না হলে পরিস্থিতি গুরুতর আকার নিতে পারে। তাঁর মন্তব্য, “এফআইআর না হলে সংশ্লিষ্ট থানার পরিস্থিতি গাজা–ইজরায়েলের মতো হয়ে যাবে।”
বাংলাদেশ প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। তিনি দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, একই ধরনের ভয়ের পরিবেশ আসানসোলে তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, আসানসোলের বাজার এলাকায় একাধিক হিন্দু পরিবার ও ব্যবসায়ীর উপর বাড়ি ও দোকান বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই ঘটনায় শাসকদলের মদত রয়েছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এই মন্তব্যের পর আসানসোল ও বাঁকুড়া জেলায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি নিয়ে শাসকদলের তরফে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:

No comments: