সহরায় উৎসব (বান্দনা পরব) উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল, রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত হরনপুর ও ডহরপাড়ায় ধামসা–মাদল প্রদান করলেন
রানীগঞ্জ -: বাংলা ২৫ পৌষ থেকে আদিবাসী সাঁওতাল জনজাতির ঐতিহ্যবাহী সহরায় উৎসব (বান্দনা পরব) শুরু হচ্ছে। এই আনন্দঘন উৎসবকে কেন্দ্র করে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিশেষ উদ্যোগ নেন।
রানীগঞ্জ থানার তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর মণ্ডলের ২৩২ ও ২৩৬ নম্বর বুথ এলাকায় অবস্থিত আদিবাসী গ্রাম হরনপুর ও ডহরপাড়ায় সহরায় উৎসব উপলক্ষে তিনি ধামসা ও মাদল প্রদান করেন। আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রগুলি উৎসবের আবহে বিশেষ গুরুত্ব বহন করে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “সহরায় বা বান্দনা পরব শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐক্য ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”
স্থানীয় আদিবাসী মানুষজন এই উদ্যোগে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, জনপ্রতিনিধির এমন সহায়তা ও উপস্থিতি আদিবাসী সংস্কৃতির প্রতি সম্মান ও স্বীকৃতির বার্তা বহন করে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:


No comments: