পানাগড় -: কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হল এক আরপিএফ কর্মীর। সূত্র মারফত জানা গেছে, মৃত আরপিএফ কর্মীর নাম অরুণ কুমার সিং (৫৫)। তিনি বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ পানাগড় রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কাছে এই ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে অভিযোগ, কর্মরত অবস্থায় ট্রেন লাইনে মাথা দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পানাগড় স্টেশনের আরপিএফ কর্মীরা। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন আরপিএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরাও। এরপর বিষয়টি জানানো হয় জিআরপি-কে।
খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনাকে ঘিরে রেল চত্বর ও স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় আরপিএফ-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বলে জানা গেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে জিআরপি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 09, 2026
Rating:

No comments: