সালানপুর -: সহরায় উৎসব (বান্দনা পরব) উপলক্ষে আজ ফের সালানপুর ব্লকে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হলো। সালানপুর ব্লকের ফুলজোরি ফুটবল ময়দানে জিৎপুর উত্তরামপুর ও কল্যা পঞ্চায়েত এলাকার আদিবাসী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে বিধান উপাধ্যায় আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সহরায় উৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আদিবাসী সমাজের পাশে থাকা এবং তাঁদের সামাজিক-সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ফুলজোরি ফুটবল ময়দানের অনুষ্ঠান শেষে আলকুশা, ফুলবেড়িয়া ও বলকুন্ডা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যেও নতুন বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং সহ আরও অনেকে। গোটা কর্মসূচি ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:


No comments: