কাঁকসা :- নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে একটি বাইক। দুর্ঘটনায় গুরুতর যখম হয় দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে কাঁকসার রূপগঞ্জ এলাকায়। গুরুতর যখন দুই বাইক আরোহী যুবকের নাম গঙ্গা রুইদাস ও রাজু রুইদাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেই বাইক নিয়ে কুলডিহার দিক থেকে মুচিপাড়ার দিকে যাচ্ছিল। রূপগঞ্জের সামনে একটি ডাম্পারের পিছনে বাইক নিয়ে ধাক্কা মারে। গুরুতর জখম হয় দুই বাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় মলানদিঘী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেইখানে চিকিৎসাধীন রয়েছে দুজন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মুচিপাড়া শিবপুর রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে অন্যত্র সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 06, 2026
Rating:


No comments: