ভুল ওষুধে গর্ভপাতের অভিযোগ, সালানপুরের জেমারিতে উত্তাল পরিস্থিতি মেডিকেল স্টোর ঘেরাও করে বিক্ষোভ এলাকা বাসীর
সালানপুর -: সালানপুর থানার জেমারি রেলগেট সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চিকিৎসকের প্রেসক্রিপশন উপেক্ষা করে অতিরিক্ত ‘হাই পাওয়ার’ ওষুধ দেওয়ার ফলেই এক অন্তঃসত্ত্বা মহিলার গর্ভপাত হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।
পরিবারের অভিযোগ অনুযায়ী, বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েতের শিরীষবেরিয়া গ্রামের বাসিন্দা উমেশ মাহাতোর স্ত্রী চামেলী মাহাতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনতে জেমারি এলাকার ‘পাল মেডিকেল’-এ যান। কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে দোকানের মালিক বিনয় পাল নিজের খেয়ালে অনেক বেশি শক্তিশালী ওষুধ দেন।
পরিবারের দাবি, ওই ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চামেলী মাহাতোর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শুরু হয় অসহ্য যন্ত্রণা ও তীব্র রক্তক্ষরণ। আতঙ্কিত পরিবার তাঁকে পুনরায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রেসক্রিপশন ও সরবরাহ করা ওষুধ দেখে চিকিৎসক নিজেই হতবাক হয়ে যান। তিনি স্পষ্টভাবে জানান, এই ওষুধ অন্তঃসত্ত্বা মহিলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নির্ধারিত ডোজের তুলনায় অনেক বেশি শক্তিশালী।
এরপর টানা তিন দিন চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত রবিবার পিঠাকেয়ারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, গর্ভপাত হয়ে গিয়েছে। নিভে যায় এক অজাত প্রাণ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জেমারি এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু গ্রামবাসী একত্রিত হয়ে অভিযুক্ত মেডিকেল স্টোর ঘেরাও করেন এবং দোকানটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভে শামিল হন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই দোকানদার নিজেকে কার্যত চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ করে নিজের ইচ্ছেমতো ওষুধ দিয়ে আসছেন। অতীতেও ক্ষতির অভিযোগ উঠলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
যদিও অভিযুক্ত দোকানদার বিনয় পাল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি নাকি চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলেই ওষুধ দিয়েছেন। তবে এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, ফোনে কথোপকথনের অজুহাতে প্রেসক্রিপশনের ডোজ পরিবর্তনের কোনও আইনগত অধিকার দোকানদারের নেই।
খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লিখিত অভিযোগ গ্রহণের প্রক্রিয়া শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
এদিকে গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ড্রাগ ইন্সপেক্টরের মাধ্যমে সংশ্লিষ্ট ওষুধের ব্যাচ ও পাওয়ার পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:

No comments: