আসানসোল (কুলটি) -: কলকাতায় আই-প্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি) অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানার প্রতিবাদে রাজ্যজুড়ে তীব্র বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। এর সরাসরি প্রভাব পড়ে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত বামনা মোড় এলাকায়। সেখানে তৃণমূল কর্মীরা জাতীয় সড়ক NH-19 অবরোধ করে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ চলাকালীন তৃণমূল কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর জেরে প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে NH-19-এ সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে অসংখ্য পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার চেষ্টা করছে কেন্দ্র সরকার। কলকাতায় আই-প্যাক অফিসে ইডির অভিযানের প্রতিবাদেই এই পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানানো হয়।
বিক্ষোভের জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে বিরোধীরা এই বিক্ষোভের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার বিষয়টি তুলে ধরে কটাক্ষ করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 08, 2026
Rating:

No comments: