আসানসোল দক্ষিণের আমলাবাদে একদিনের মহিলা ও পুরুষ ফুটবল প্রতিযোগিতা, সহরায় উৎসব উপলক্ষে আদিবাসী নৃত্য দলকে ধামসা-মাদল উপহার অগ্নিমিত্রা পালের
আসানসোল -: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আমলাবাদ এলাকায় আসানসোল দক্ষিণ বিধানসভার ৩ নম্বর মণ্ডলের ৮৭ নম্বর ওয়ার্ডের আমলাবাদ ফুটবল গ্রাউন্ডে একদিনের মহিলা ও পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
অন্যদিকে, আদিবাসী সমাজের অন্যতম প্রধান উৎসব সহরায় উৎসব (বান্দনা পরব) উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল আদিবাসী নৃত্য দলগুলির হাতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ধামসা ও মাদল তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য বাংলার গর্ব। সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও কুপ্রভাব থেকে দূরে রাখার আহ্বান জানান।
এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, ক্রীড়াপ্রেমী এবং আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 08, 2026
Rating:


No comments: