রানিগঞ্জের ইতওয়ারি মোড়ে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়ন পাঁচালি’ কর্মসূচি, দিদির উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন মজম্মিল হুসেন শাহজাদা
রানিগঞ্জ বোরো-২-এর সভাপতি মজম্মিল হুসেন শাহজাদার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাহজাদা বলেন,
“দিদির নির্দেশে আমরা বাংলার উন্নয়নের গল্প ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে দিদি কন্যাশ্রী, রূপশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের মাধ্যমে বাংলার প্রতিটি পরিবারকে উপকৃত করেছেন। এই প্রকল্পগুলি কোনও বিশেষ দলের জন্য নয়, বরং বাংলার প্রতিটি নাগরিকের জন্য, সে যে দলেরই সমর্থক হোক না কেন। দিদির উদ্যোগেই আজ গ্রামবাংলার রাস্তা উন্নত হয়েছে এবং বাড়ি বাড়ি অ্যাম্বুলেন্স পৌঁছাচ্ছে।”
সম্প্রতি রানিগঞ্জ রেলওয়ে স্টেশনে বিজেপি মণ্ডল-১-এর ডাকে আয়োজিত ‘পরিবর্তন সভা’-তে স্বাস্থ্যসাথী কার্ডকে ‘ব্যর্থ’ বলা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানান মজম্মিল হুসেন শাহজাদা। তিনি বলেন, বিজেপি শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার কাজ করছে। পাশাপাশি তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকেও নিশানা করে বলেন, অকারণে নোটিস দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি একটি “দিশাহীন ও পাগল সরকারের” মতো আচরণ করছে, যারা নিজেরাই জানে না কোন পথে এগোবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:


No comments: