পূর্ব বর্ধমান, বুদবুদ :- প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে শুরু হয় খড়ি দেবীর বার্ষিক পুজো।পাশাপশি পুজো উপলক্ষ্যে বসেছে মেলা। জানা গিয়েছে,যে খড়ি নদী বর্ষার সময় ভাসিয়ে দেয় বর্ধমান ও হুগলি জেলার একের পর এক গ্রাম। সেই খড়ি নদীর উৎস হলো বুদবুদের মারো গ্রাম থেকেই। একটি জলাশয় থেকেই এই নদী সুরু হয়েছে। জানা গিয়েছে এই খড়ি নদীতে স্নান করলে অনেকেরই নাকি চর্ম রোগ সেরে যায়। পাশাপশি যাদের বাড়িতে কেউ মারা গেলে গঙ্গা স্নানের বদলে খড়ি নদীতে স্নান করে অসুজ কাটাতে খড়ি নদীতে ডুব দিয়েই নিজেকে শুদ্ধ করেন। এই পুজো এবং মেলা এক সময় মারো গ্রামেই অনুষ্ঠিত হতো। প্রতি বছর নদীতে স্নান করে গ্রামে যেতে হতো মেলা দেখতে ও পুজো দিতে। তাই গ্রামের মানুষরা সিদ্ধান্ত নেন খড়ি নদীর উৎসস্থলেই মন্দির বানিয়ে সেখানেই পুজো শুরু হয় গত কয়েক দশক ধরে। এদিন মেলার সূচনা করেন গলসি ১নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্ধন চ্যাটার্জি, গলসি ১নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি সহ পঞ্চায়েতের সদস্যরা ও এলাকার বিশিষ্ট জনেরা। গ্রামবাসীরা জানিয়েছেন,তারা ছোট থেকেই পুজো ও মেলা দেখে আসছেন। মেলা চলে ৫দিন তবে, এই মেলায় প্রথম দিনে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ ভিড় করেন।খড়ি নদীতে স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে সকলে মেলায় প্রবেশ করেন।ভক্তদের জন্য মেলা কমিটির পক্ষ থেকে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।কাঁকসা,কোটা, মারো, মানকর সহ আশেপাশের এলাকা থেকে মানুষ এই মেলায় ভিড় করেন প্রতি বছর। রোজ সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 06, 2026
Rating:

No comments: