আসানসোল -: আসানসোলের বার্নপুর হীরাপুর থানার অন্তর্গত আট নম্বর বস্তি এলাকায় অবস্থিত মহাত্মা গান্ধী হাই স্কুলে ছাত্র মারধরের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যেমন ক্ষোভ দেখা যাচ্ছে, তেমনই প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও।
সূত্রের খবর, কয়েকজন যুবক স্কুল চত্বরে ঢুকে এক ছাত্রকে বেল্ট দিয়ে মারধর করে। জানা গেছে, এই ঘটনার পেছনে একটি মেয়েকে কেন্দ্র করে বিবাদ ছিল। হঠাৎ এই হামলার জেরে স্কুলে আতঙ্ক ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়।
এই ঘটনার প্রতিবাদে অভিভাবকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এ ধরনের ঘটনা স্কুলের পরিবেশ ও ভাবমূর্তি নষ্ট করছে এবং ছাত্রদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
যদিও গোটা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক দাবি করেছেন, ঘটনাটি স্কুল চত্বরে নয়, স্কুলের বাইরে ঘটেছে। তাঁদের বক্তব্য, স্কুলের ভেতরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চর্চা তুঙ্গে। ছাত্রছাত্রী ও অভিভাবকরা দ্রুত তদন্ত ও যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 08, 2026
Rating:

No comments: