জামুড়িয়া -: জামুড়িয়া ব্লকের তপসী পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদের তহবিল থেকে পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় ৫২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ বর্তমানে চলমান। তবে এই উন্নয়নমূলক কাজকে ঘিরেই শুরু হয়েছে জমি সংক্রান্ত বিতর্ক।
স্থানীয় বাসিন্দা রাজু মণ্ডল অভিযোগ করেছেন, তাঁর ব্যক্তিগত জমি—দাগ নম্বর ৯০৯—এর উপর কোনও অনুমতি ছাড়াই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই বিষয়ে তিনি পঞ্চায়েত প্রধানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে যথাযথ পদক্ষেপের দাবি তুলেছেন। রাজু মণ্ডল স্পষ্টভাবে জানান, তিনি রাস্তা নির্মাণের বিরোধী নন, তবে সরকারি জমিতে রাস্তা হোক, কোনও ব্যক্তিগত সম্পত্তিতে জোর করে নয়।
অন্যদিকে, কুনুস্তোড়িয়া গ্রামের বাসিন্দারা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। গ্রামবাসী সমীরান মণ্ডল বলেন, রাস্তার ২০ ফুট প্রস্থ নিয়ে সার্ভে করা হয়েছে এবং সম্পূর্ণ কাজই সরকারি জমির উপর হচ্ছে। তাঁর মতে, এই রাস্তা গোটা এলাকার জন্য উপকারী এবং রাজু মণ্ডলের আপত্তি অযৌক্তিক।
এ প্রসঙ্গে তপসী পঞ্চায়েতের প্রধান বিনা পানী বাউরি জানান, রাস্তা নির্মাণের কাজটি জেলা পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে এবং সমস্ত রকম যাচাই-বাছাইয়ের পরই কাজ শুরু হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কোনও ব্যক্তিগত জমিতে অতিক্রম করা হয়নি।
বর্তমানে এই রাস্তা নির্মাণ ঘিরে দুই পক্ষের ভিন্ন দাবিকে কেন্দ্র করে এলাকায় চর্চা তুঙ্গে। প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর স্থানীয়দের।
Reviewed by Social Tribal News Journalist
on
January 08, 2026
Rating:

No comments: