আই-প্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে রাণিগঞ্জে তৃণমূলের বিক্ষোভ মিছিল, কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ
রাণিগঞ্জ -: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা আই-প্যাক (IPAC) অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানার প্রতিবাদে শুক্রবার রাণিগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাণিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রাণিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত সিং, সহ-সভাপতি বাপী চক্রবর্তী, রাণিগঞ্জ বোরো চেয়ারম্যান মুজাম্মিল সাহজাদা, কাউন্সিলর রূপেশ যাদব, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ ভট্টাচার্য-সহ দলের বহু নেতা ও কর্মী।
বিক্ষোভ চলাকালীন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ইডি বর্তমানে বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। তাঁর দাবি, ভোট সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়া ও বিরোধীদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে।
মিছিল চলাকালীন তৃণমূল কর্মীরা জোরালো স্লোগান তুলে ইডি-র এই পদক্ষেপকে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে আখ্যা দেন। পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগও তোলা হয়।
যদিও স্থানীয় প্রশাসনের কড়া নজরদারির ফলে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তৃণমূল নেতৃত্ব স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, এই ধরনের কথিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযান বন্ধ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 08, 2026
Rating:


No comments: