কলকাতা -: পুরনো কয়লা পাচার মামলাকে কেন্দ্র করে ফের সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের আইপ্যাক (IPAC) অফিসে তল্লাশি চলছে।
ইডি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে দিল্লি থেকে একটি বিশেষ তদন্তকারী দল কলকাতায় পৌঁছায়। এরপর বৃহস্পতিবার সকাল হতেই পুরনো কয়লা পাচার মামলার আর্থিক লেনদেনের সূত্র ধরে এই অভিযান শুরু হয়। লাউডন স্ট্রিটের পাশাপাশি পোস্তা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও কয়লা পাচার সংক্রান্ত একাধিক মামলায় কলকাতা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তদন্তকারীদের দাবি, এবার সেই পুরনো মামলাগুলির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের দাবি, কয়েক বছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালা-কে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় আরও বেশ কয়েকজনের বয়ান নেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ আর্থিক নথিপত্র সংগ্রহ করে ইডি। ওই সমস্ত তথ্য বিশ্লেষণ করেই প্রতীক জৈনের নাম তদন্তে উঠে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার।
এই সূত্র ধরেই দিল্লি থেকে তদন্তকারী দল কলকাতায় এসে বৃহস্পতিবার সকাল থেকে লাউডন স্ট্রিট ও সল্টলেক এলাকায় অভিযান শুরু করে। যদিও এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
তবে এই তল্লাশি অভিযানকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে ইডির তরফে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর সকলের
Reviewed by Social Tribal News Journalist
on
January 08, 2026
Rating:

No comments: