রানিগঞ্জ -: রানিগঞ্জ নন্দলাল জলান ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল কৃত্রিম অঙ্গ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত এই কর্মসূচি আগামী ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, মানুষের ব্যাপক প্রয়োজনের কথা মাথায় রেখে একদিন আগেই এই কর্মসূচির সূচনা করা হয়।
এই মহতী কর্মসূচিটি যৌথভাবে পরিচালনা করছে রানিগঞ্জ নন্দলাল জলান ফাউন্ডেশন, দুর্গাপুর সাহস ফাউন্ডেশন এবং কলকাতার মহাবীর সেবা সংস্থা। অনুষ্ঠানে প্রয়োজনীয় মানুষের মধ্যে আর্টিফিশিয়াল লিম্বস, ক্যালিপার, কৃত্রিম হাত ও মোল্ডেড জুতো বিতরণ করা হচ্ছে।
কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে শ্রী অরুণ ভারতী জানান, এই কৃত্রিম অঙ্গ বিতরণ শিবিরে উপকৃত হওয়া রোগীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে পৌঁছেছেন। অংশগ্রহণকারী সকল রোগীর থাকার ও খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকে করা হয়েছে।
তিনি আরও জানান, প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে এই বিশেষ কৃত্রিম অঙ্গ বিতরণ করা হচ্ছে, যা তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে বিশেষ সহায়ক হবে।
এই মানবিক উদ্যোগকে ঘিরে রানিগঞ্জে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:

No comments: