দুর্গাপুর -: জয়দেব মেলার আগে অস্থায়ী সেতু নির্মাণের দাবিতে বুধবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুরের কাঁকসা ও বীরভূমের ইলামবাজার সংযোগকারী জয়দেব সেতুতে। কাঁকসার বিদ বিহার এলাকার বাসিন্দারা সকাল থেকে সেতু অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই অবরোধে কার্যত স্তব্ধ হয়ে পড়ে পশ্চিম বর্ধমান ও বীরভূম—দু’জেলার যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জয়দেব মেলাকে কেন্দ্র করে অজয় নদীর উপর কাঁকসা ও ইলামবাজারের মধ্যে একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। অভিযোগ, মঙ্গলবার বিকেলে সেচ দপ্তরের আধিকারিকরা হঠাৎ করেই সেই কাজ বন্ধ করে দেন। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বুধবার সকাল থেকে জয়দেব সেতু অবরোধ করা হলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। উত্তেজনা সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়।
দীর্ঘ আলোচনা ও কাঁকসা ব্লক প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। তবে স্থানীয় বাসিন্দা ভগীরথ ঘোষ ও জয়দীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, ভবিষ্যতে অস্থায়ী সেতুর কাজ আবার বন্ধ হলে তাঁরা ফের অবরোধে নামবেন।
এ প্রসঙ্গে কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন,
“প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। অস্থায়ী সেতুর কাজ যাতে সম্পূর্ণ হয়, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
কাঁকসার এসিপি রাজকুমার মালাকার জানান,
“স্থানীয়দের উপযুক্ত আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। সেতু নির্মাণ সংক্রান্ত বিষয়টি ব্লক প্রশাসন দেখছে।”
জয়দেব মেলার আগে অস্থায়ী সেতু নির্মাণ আদৌ সময়মতো শেষ হবে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 07, 2026
Rating:

No comments: