আসানসোল-: আসানসোল পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া এলাকায় সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া আদিবাসী মা-বোনেদের সহায়তায় এগিয়ে এলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। এদিন তিনি এলাকার দুঃস্থ আদিবাসী মহিলাদের হাতে শাড়ি ও শীতবস্ত্র তুলে দেন।
এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম সোরেন, আসানসোল পৌরনিগমের এমআইসি গুরুদাস চ্যাটার্জি, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা মুখার্জি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের পাশে দাঁড়ানোই সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে আদিবাসী সমাজের মা-বোনেদের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা সহরায় উৎসব ও শীতের সময় দুঃস্থ মানুষের কাছে অত্যন্ত উপকারী ও আশ্বাসের বার্তা বহন করে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 06, 2026
Rating:


No comments: