Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানিগঞ্জে শ্রীমদ্ভাগবত কথার শুভারম্ভ, ১০৮ কলস নিয়ে বেরোল বর্ণাঢ্য শোভাযাত্রা

 




রানিগঞ্জ -: ধর্ম ও আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র হয়ে উঠল রানিগঞ্জ শহর। মঙ্গলবার ভক্তিময় পরিবেশে সম্পূর্ণভাবে স্নাত হয়ে যায় গোটা এলাকা। ঈশ্বরের অপরিসীম কৃপায় শ্রী শ্রী সীতারামজি মন্দির কমিটি ও সতনালিকা পরিবারের সহযোগিতায় সীতারামজি মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত কথার শুভ সূচনা উপলক্ষে এক বর্ণাঢ্য ১০৮ কলস শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি শ্রী শ্রী সীতারামজি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে এসে শেষ হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে কলস স্থাপন করা হয়।

শোভাযাত্রার সময় ভগবান শ্রীকৃষ্ণকে পালকিতে বিরাজমান করে নগর পরিক্রমা করানো হয়। পাশাপাশি বাজনা-বাদ্যের সঙ্গে রথে আরোহন করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ঋষিকেশ থেকে আগত প্রধান ব্যাসপীঠাধীশ্বর সদ্গুরু শ্রী অমৃতপ্রকাশজি মহারাজ। তাঁর দর্শন লাভের জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

শোভাযাত্রায় বিপুল সংখ্যক মহিলা লাল শাড়ি ও ওড়না পরিধান করে মাথায় কলস নিয়ে ভজন-কীর্তন করতে করতে নৃত্যে অংশ নেন। গোটা পরিবেশ হয়ে ওঠে কৃষ্ণময় ও ভক্তিময়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি বিমল বাজোরিয়া, সম্পাদক প্রদীপ সারাইয়া, কোষাধ্যক্ষ ললিত ঝুঞ্জুনওয়ালা, কমিটি সদস্য গোবিন্দ লোইয়া, হরি সোমানি, বিকাশ সতনালিকা সহ শ্যাম বাল মণ্ডল রানিগঞ্জের সকল শ্যামপ্রেমী, সতনালিকা পরিবার এবং শহরের অসংখ্য ধর্মপ্রাণ ভক্ত।

এ উপলক্ষে মন্দিরের সম্পাদক প্রদীপ সারাইয়া জানান, শ্রীমদ্ভাগবত কথার আয়োজন করা হয়েছে মঙ্গলবার ৬ জানুয়ারি থেকে সোমবার ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাতদিনব্যাপী এই মহাযজ্ঞে ব্যাসপীঠে অধিষ্ঠিত সদ্গুরু শ্রী অমৃতপ্রকাশজি মহারাজ (ঋষিকেশ) তাঁর শ্রীমুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও ভাগবত তত্ত্বজ্ঞান অমৃতধারার মতো বর্ষণ করবেন। এই ভাগবত কথা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, আত্মশুদ্ধি ও জীবনে ভক্তির আলো জ্বালানোর এক মহাযজ্ঞ।

এই পবিত্র আয়োজনে প্রধান যজমান হওয়ার সৌভাগ্য লাভ করেছে সতনালিকা পরিবার। আয়োজকদের পক্ষ থেকে শহর ও পার্শ্ববর্তী এলাকার সকল ধর্মপ্রাণ মানুষকে সপরিবারে উপস্থিত থেকে এই মহাযজ্ঞে অংশগ্রহণ করে পুণ্যলাভ করার আহ্বান জানানো হয়েছে।

রানিগঞ্জে শ্রীমদ্ভাগবত কথার শুভারম্ভ, ১০৮ কলস নিয়ে বেরোল বর্ণাঢ্য শোভাযাত্রা রানিগঞ্জে শ্রীমদ্ভাগবত কথার শুভারম্ভ, ১০৮ কলস নিয়ে বেরোল বর্ণাঢ্য শোভাযাত্রা Reviewed by Social Tribal News Journalist on January 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.