অ-আদিবাসীদের ST তালিকায় অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে ইউফাও-এর ডাকে কলকাতায় ঐতিহাসিক আদিবাসী সমাবেশ
কলকাতা -: অ-আদিবাসীদের ST তালিকায় অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে এবং ভুয়ো (ফেক) ST সার্টিফিকেট বাতিলের জন্য তদন্ত কমিশন গঠনের দাবিতে রাজ্যজুড়ে আদিবাসী সমাজে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল কলকাতার রানি রাসমণি রোডে। ইউফাও (UFAAO)-এর ডাকে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সমাবেশে হাজার হাজার আদিবাসী মানুষ, বিশেষ করে মহিলাদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশ থেকে রাজ্যব্যাপী আদিবাসী মহিলাদের উপর ধর্ষণ, খুন ও শ্লীলতাহানির ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, আদিবাসী নারীরা আজ সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতার শিকার হলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এদিনের সমাবেশে ২০০৬ সালের বনাধিকার আইন (Forest Rights Act) অবিলম্বে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জোরালো দাবি তোলা হয়। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হোস্টেলগুলি পুনরায় চালু করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মানোন্নয়নের দাবিও উঠে আসে।
সংগঠনের কর্মীরা অভিযোগ করেন, রাজ্যে একটি চক্র পরিকল্পিতভাবে অ-আদিবাসীদের ST তালিকাভুক্ত করার চেষ্টা করছে, যার ফলে প্রকৃত আদিবাসীরা সংরক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ষড়যন্ত্র রুখতে অবিলম্বে ফেক ST সার্টিফিকেট চিহ্নিত করে বাতিল করার জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি।
সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, আদিবাসীদের অধিকার, নিরাপত্তা ও সম্মান রক্ষার লড়াই চলবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 06, 2026
Rating:


No comments: