জামুড়িয়ার জবা আটপাড়া আদিবাসী সাঁওতাল যাত্রা কমিটির অভিনব উদ্যোগ, রাতে নয় দিনের আলোতেই সাঁওতালি যাত্রাপালা
যীশু হেমব্রম -: জামুড়িয়া ব্লকের জবা আটপাড়া আদিবাসী সাঁওতাল যাত্রা কমিটির এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগে এ বছর রাতে নয়, দিনের আলোতেই আয়োজন করা হচ্ছে সাঁওতালি যাত্রাপালা। এই সিদ্ধান্তকে ঘিরে আদিবাসী সমাজে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
কমিটির উদ্যোক্তাদের দাবি, এতদিন রাতভোর যাত্রাপালার নাম করে অনেক দর্শক অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছিলেন। যাত্রা মঞ্চের ২০০ মিটারের আশেপাশে বসছিল মদের আসর, যা আদিবাসী সাঁওতাল সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই কমিটি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। জবা আটপাড়া যাত্রা কমিটির সদস্যরা জানান, “আমরা ১৯৮৫ সাল থেকে প্রতিবছর সারা রাত ধরে সাঁওতালি যাত্রাপালা করে আসছি। এতে আমাদের আর্থিক লাভও হতো। কিন্তু এবার লাভের কথা না ভেবে, আদিবাসী সাঁওতাল সমাজের স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি দিনে যাত্রাপালা করার। সাঁওতালি যাত্রাপালার নাম - অকয় খাতির জিওয়ী লঃ কান" আঞচার দানাং রে মেৎ দাঃ জরঃ কান , যাত্রাপালাটি অনুষ্ঠিত হবে ২৫/০১/২০২৬ আর্থিকভাবে লস হলেও আমরা এই সিদ্ধান্তে অটল।”
কমিটির সম্পাদক গর্মেন্ট হাঁসদা জানান, এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা যাবে এবং পারিবারিক পরিবেশে সকল বয়সের মানুষ নির্বিঘ্নে সাঁওতালি যাত্রাপালা উপভোগ করতে পারবেন। এতে আদিবাসী সাঁওতাল সমাজের সংস্কৃতি ও ঐতিহ্য আরও সুদৃঢ় হবে বলে আশা করছি।
এছাড়াও জবা আটপাড়া আদিবাসী সাঁওতাল যাত্রা কমিটি জেলার ও রাজ্যের অন্যান্য আদিবাসী সাঁওতাল যাত্রা কমিটিগুলির কাছে আহ্বান জানিয়েছেন, যেন তারাও এই উদ্যোগকে অনুসরণ করে দিনের আলোতেই সাঁওতালি যাত্রাপালার আয়োজন করেন।
এই সিদ্ধান্তকে আদিবাসী সমাজের সার্বিক কল্যাণে এক ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করছেন সমাজের বিশিষ্টজনেরা।
Reviewed by Social Tribal News Journalist
on
January 05, 2026
Rating:

No comments: