শ্যাম পরিবারের পক্ষ থেকে নিশান শোভাযাত্রীদের জোরালো অভ্যর্থনা ৫০১ জন ভক্তের নিশান শোভাযাত্রায় শ্যাম পরিবারের ভব্য স্বাগত
বরাকর -: তিন বাণধারী ভক্ত মণ্ডল (চিরকুণ্ডা)-এর উদ্যোগে সোমবার সকালে শ্রদ্ধা, ভক্তি ও আনন্দে পরিপূর্ণ এক ভব্য নিশান শোভাযাত্রার আয়োজন করা হয়। নিশান শোভাযাত্রা পশ্চিমবঙ্গের বরাকরে পৌঁছতেই শ্যাম পরিবার বরাকরের পক্ষ থেকে ভক্তদের উষ্ণ, আন্তরিক ও সেবাভাবে ভরপুর ভব্য সংবর্ধনা দেওয়া হয়। গোটা এলাকাজুড়ে “জয় শ্রী শ্যাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ এবং চারিদিক শ্যামময় হয়ে ওঠে।অনুষ্ঠানের সূচনা হয় শ্যাম বাবার বিধিপূর্বক আরতি ও ভোগ নিবেদনের মাধ্যমে। আরতির সময় ওঠা জয়কারে ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এরপর নিশান যাত্রীদের জন্য ভোগ, জলখাবার ও চায়ের সুপরিকল্পিত ব্যবস্থা করা হয়, যেখানে শ্যাম পরিবারের সেবাভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই পবিত্র উপলক্ষে শ্যাম পরিবার বরাকরের সুভাষ শর্মা, লালি শর্মা, কালু চৌধুরী, শঙ্কর নিয়োগী, বলদেব রাওয়ানি, সৌরভ চৌধুরী, অজয় রাজগড়িয়া সহ বরাকর সুন্দরকাণ্ড মহিলা সমিতির বহু সদস্যার গৌরবময় উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁরা সকলে নিষ্ঠার সঙ্গে ভক্তদের সেবায় নিয়োজিত ছিলেন। নিশান শোভাযাত্রায় ৫০১ জন মহিলা, পুরুষ ও শিশু হাতে নিশান নিয়ে ভক্তিভরে বরাকর ও কুলটির পথ অতিক্রম করে নিয়ামতপুরস্থিত শ্যাম ও দাদি মন্দিরে পৌঁছান এবং শ্রদ্ধার সঙ্গে নিশান শ্যাম বাবার চরণে অর্পণ করেন। পুরো যাত্রাপথ জুড়ে সংকীর্তন, ঢোল-নগাড়ার ধ্বনি ও শ্যাম নামের জয়ধ্বনিতে পরিবেশ ভক্তিরসে পরিপূর্ণ হয়ে ওঠে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 05, 2026
Rating:


No comments: