রানিগঞ্জ -: প্রায় দুই মাস আগে রানিগঞ্জের দুইটি স্থানে সংঘটিত চুরির ঘটনার সফল কিনারা করেছে রানিগঞ্জ থানার পুলিশ। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং বড় সাফল্য অর্জন করে উত্তর ২৪ পরগনা থেকে দুই জন চোরকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের মাধ্যমে প্রায় দুই মাস আগে সংঘটিত বড়সড় চুরির ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা আশরাফুল মণ্ডল এবং দেগঙ্গার নাজিমুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আশরাফুল মণ্ডলকে রানিগঞ্জ থানার পক্ষ থেকে গণমাধ্যমের সামনে পেশ করা হয়। আশরাফুল জানায়, দুই মাস আগের ঘটনার বিস্তারিত তার পুরোপুরি মনে নেই, তবে ফাঁকা বাড়ি দেখে সে চুরি করেছিল। সে স্বীকার করেছে যে প্রায় ১৩ লক্ষ টাকা এবং কিছু গয়না চুরি করা হয়েছিল। আশরাফুল আরও জানায়, জুয়া খেলার খারাপ অভ্যাসের কারণে প্রায় সব টাকাই সে খরচ করে ফেলেছে। সে বলে, শর্টকাট পথে ধনী হওয়ার লোভেই সে চুরির পথ বেছে নিয়েছিল । বর্তমানে রানিগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে, যাতে চুরি যাওয়া বাকি গয়না উদ্ধার করা যায় এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানা যায়। এই গ্রেপ্তারিকে পুলিশের একটি সক্রিয় ও উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 04, 2026
Rating:

No comments: