রানিগঞ্জ -: রবিবার রানিগঞ্জ হিন্দু সম্মেলনের উদ্যোগে রানিগঞ্জ নগরের পক্ষ থেকে রেল ময়দানে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে জানানো হয় যে আগামী ২০ জানুয়ারি রানিগঞ্জের রেলওয়ে গ্রাউন্ড পুণ্যভূমিতে এক বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করতে চলেছে রানিগঞ্জ হিন্দু সম্মেলন।
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রথমবার রানিগঞ্জে আগমন করতে চলেছেন সনাতন সংস্কৃতির রক্ষক ও হিন্দু জাগরণের অগ্রদূত, ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙার সভাপতি, নিবেদিতপ্রাণ ও নিঃস্বার্থ সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ জি মহারাজ (কার্তিক মহারাজ)।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের যুগ্ম সচিব শুভম রাও জানান, এই মহাসম্মেলনে প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সনাতন ধর্ম, হিন্দু ঐক্য এবং সংস্কৃতি রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই সম্মেলনের আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, সম্মেলনকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রানিগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগমের সম্ভাবনা রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 04, 2026
Rating:

No comments: