সাট্ সা -র ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আদিবাসী কৃষক ও পরিবারের সদস্যদের শীত কম্বল বিতরণ মন্ত্রীর হাত দিয়ে
কাঁকসা - : রাজ্য কৃষি দপ্তরের কর্মচারী সংগঠন সাট্ সা - র ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১৫০ জন কৃষক ও তাদের পরিবারের সদস্যদের হাতে শীতকম্বল তুলে দেন আধিকারিকরা এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।
রবিবার কাঁকসার গাংবিল ডাঙা গ্রামে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই এলাকার ১৫০ জন আদিবাসী সম্প্রদায়ের কৃষক ও তাদের পরিবারের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়।।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, এছাড়াও ছিলেন আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি, উপ-প্রধান নাসিম আলী মির, কাঁকসা পঞ্চায়েত সমিতির দুই সদস্য নব কুমার সামন্ত এবং কুলদীপ সরকার। এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সহ কৃষি অধিকর্তা তথা সরকারি কর্মচারী সংস্থা সাট্ সা- র সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস।
দুলাল বিশ্বাস জানিয়েছেন, গত ৭৫ বছর ধরে তাদের এই সংস্থা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে। সেইমত তাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তারা বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান করেছেন। সারা বছর তারা কৃষকদের উন্নয়নের বিষয়ে কাজকর্ম করে থাকেন এবং কৃষকদের সাথেই থাকেন। তাই তাদের সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কৃষকদের এবং তাদের পরিবারের হাতে সামান্য উপহার দিয়ে কৃষকদের পাশে থাকার তারা বার্তা দিয়েছেন তারা।
Reviewed by Social Tribal News Journalist
on
January 04, 2026
Rating:

Wow
ReplyDelete