রানীগঞ্জ - আজ সকাল থেকেই প্রকৃতিতে শীতের স্পষ্ট উপস্থিতি অনুভূত হচ্ছে। তাপমাত্রা নেমে এসেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের জন্য বেশ উল্লেখযোগ্য। ভোরের দিকে কুয়াশায় ঢেকে ছিল চারপাশ, সূর্যের আলোও ঠিকমতো দেখা যায়নি। ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ আরও তীব্র হয়ে উঠেছে।
এই হঠাৎ শীত পড়ায় মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মোটা জামা-কাপড়, সোয়েটার ও শাল ব্যবহার শুরু করেছেন। সকালে স্কুলগামী শিশু ও কর্মজীবী মানুষদের গায়ে গরম পোশাক দেখা যাচ্ছে। রাস্তার ধারের চায়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে, এক কাপ গরম চা যেন শীতের সঙ্গে লড়াই করার প্রধান অস্ত্র।
শীতকাল যেমন কিছুটা কষ্ট বয়ে আনে, তেমনি এর নিজস্ব সৌন্দর্যও রয়েছে। শীতের সকালের নরম রোদ, কুয়াশাভেজা প্রকৃতি এবং গরম খাবারের আকর্ষণ মানুষকে আলাদা এক অনুভূতি দেয়। তবে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এই ঠান্ডা বিশেষ সতর্কতার দাবি রাখে।
সব মিলিয়ে আজকের ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের মনে করিয়ে দিচ্ছে—শীত পুরোপুরি এসে গেছে, আর তার সঙ্গে মানিয়ে নেওয়াই এখন সময়ের দাবি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 04, 2026
Rating:

No comments: